১০ বছর কাজ না করেও ‘বেতন-বোনাস’ পেলেন থাইল্যান্ডের এক সরকারি কর্মকর্তা

|

১০ বছর ধরে অফিস করছেন না। তবে বেতন ও বোনাস পাচ্ছেন। থাইল্যান্ডের এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আনা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে ওই কর্মকর্তার বিস্তারিত তথ্য দেয়া হয়নি। বলা হয়েছে, সেই কর্মকর্তা মধ্য থাইল্যান্ডের আং থং প্রদেশের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগে একটি পদে কর্মরত ছিলেন।

দেশটির স্থানীয় দ্য থাইগার পত্রিকা জানিয়েছে, ওই কর্মকর্তা প্রায় ১০ বছর ধরে তার সরকারি চাকরিতে যোগ দেননি। কারণ, তিনি একটি নাইটক্লাবে গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেছিলেন। এই ঘটনা দেশটির সরকারি খাতের দুর্নীতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে। 

সংবাদমাধ্যমটি আরও জানায়, ওই কর্মকর্তা সারারাত গান গেয়ে প্রতিদিনই ক্লান্ত হয়ে পড়েন। এই কারণে তিনি দিনের বেলায় চাকরির কাজটুকু এড়িয়ে যেতেন। তবে টানা ১০ বছর ধরে এই কাজটি করলেও ওই ব্যক্তিকে বরখাস্ত করা হয়নি। এমনকি এর জন্য তাকে কোনো জরিমানাও দিতে হয়নি।

/এআই/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply