এটা ভারত, পাকিস্তান নয়: শান্তকে বাসিত আলীর খোঁচা

|

ছবি: সংগৃহীত

ভারত সফরের আগে পাকিস্তানকে তাদের মাটিতেই ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ভারত সফরের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ভারতের বিপক্ষেও দু’টি ম্যাচই জয়ের চেষ্টা করবে টেস্ট দল।

চেন্নাই টেস্ট হারের পর সেই শান্তকে খোঁচা মেরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেছেন, এটা ভারত, পাকিস্তান নয়।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, শান্ত ২-০ ব্যবধানে ভারতকে হারানোর কথা বলেছিল। আরে ভাই, এটা পাকিস্তান নয়। পাকিস্তানে যারা রান করেছে, চেন্নাই টেস্টে তারা নিষ্প্রভ ছিল। জাকির ও সাদমানকে আরও বড় ইনিংস খেলতে হবে।

তিনি আরও বলেছেন, বাংলাদেশ-পাকিস্তানে যতটা পার্থক্য, ভারত-বাংলাদেশে ততটা পার্থক্য। টস জিতে কেন বোলিং নিয়েছিলেন? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম দুই ঘণ্টার ফায়দা লুটতে চায়, তারা জিতবে না। শেষপর্যন্ত লড়াই করে জিততে হয়। ৫-৬ বছর আমি পাকিস্তানকে কোচিং করিয়েছি। কখনো টেস্টে টস জিতে বোলিং করতে দেইনি। এমন যদি হতো উইকেটে প্রচুর পরিমাণ ঘাস আছে।

বাসিত আলী বলেন, ৫ বোলার খেলানোর ফায়দা এবার বোঝা গেল। তারাই ম্যাচ উইনার। গম্ভীর কী বলেছিল মনে আছে? আমার ২০ উইকেট চাই। ভারতের উইকেট পড়েছে ১৪টি, বাংলাদেশের ২০টি। পার্থক্য বোঝা যাচ্ছে তো?

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা পাকিস্তানে দুর্দান্ত বল করেছে। হাসান ও তাসকিন প্রথম ইনিংসে বেশ ভালো বল করেছে। টপ ক্লাস বোলিংয়ে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে দুজন মাত্র ১৩ ওভার করল, হয়তো ইনজুরির ভয়ে।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply