কর্তৃপক্ষকে ব্যবহারকারীর তথ্য দেবে টেলিগ্রাম

|

এবার নিজেদের সুরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এলো মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। সন্দেহজনক যেকোনো কর্মকাণ্ডের তথ্য সরাসরি পৌছে যাবে নিরাপত্তা বাহিনীর কাছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মূলত গত মাসে টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরোভের গ্রেফতারের পর তাদের এমন নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে সে ব্যক্তির ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস নিরাপত্তা বাহিনীর কাছে প্রকাশ করবে টেলিগ্রাম।

অ্যাপটিতে থাকা সকল ধরনের আপত্তিজনক ভিডিও ও কন্টেন্ট মুছে ফেলতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে কর্তৃপক্ষ। কড়াকড়ি নজর রাখছে অ্যাপটির নিরাপত্তায়। প্রতি তিন মাস পরপর নিরাপত্তা বাহিনীর কাছে নিজেদের গতিবিধির একটি সার্বিক রিপোর্টও প্রদান করবে কর্তৃপক্ষ।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply