চাকরির নামে ভারতে পাচার, সাতক্ষীরা সীমান্তে তিন যুবক আটক

|

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা করেসপনডেন্ট:

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার বৈকারী সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে সীমান্তের কালিয়ানী মন্ডলপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের উৎসব নারায়ন বাহার (২৭), শুভ বাহার (২৪) ও উত্তম মন্ডল (২০)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক জানান, ভারতীয় পাচারকারী শুধয়বাসক নামক ব্যক্তির প্রলোভনে পড়ে তারা উত্তর চব্বিশ পরগনায় চাকরির উদ্দেশ্যে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করে। গোপন খবরে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।

এছাড়া, পৃথক আরেকটি অভিযান চালিয়ে চান্দুরিয়া সীমান্ত থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply