ড. ইউনূস-ট্রুডো বৈঠক, প্রাতিষ্ঠানিক সংস্কারে সহযোগিতার আশ্বাস

|

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করা, জনগণের স্বাধীনতা বিস্তৃত করা, প্রতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তার বিষয়ে দুই সরকার প্রধানের আলোচনা হয়।

বৈঠকে ড. ইউনূস পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল উল্লেখ করে তা তুলে ধরেন। এ সময় বাংলাদেশের সাথে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির সরকারের সমর্থনের প্রশংসা করেন তিনি। তাছাড়া, বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি ভিসা দিতে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধও করেন ড. ইউনূস।

ড. ইউনূস আন্দোলন চলাকালীন ও পরবর্তীতে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক একটি আর্টবুক জাস্টিন ট্রুডোকে উপহার দেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply