সিনিয়র করেসপনডেন্ট, রংপুর ব্যুরো:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর ও ঢাকায় পুলিশের গুলিতে শহীদ রংপুরের পীরগাছার দুই পরিবারের সাথে দেখা করেছেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামে শহীদ মামুন ও জুয়ানের চরের মঞ্জু মিয়ার বাড়িতে যান তিনি।
এ সময় ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সহকারী কমিশনার (ভূমি) ইফতিসাম প্রীতি, থানা অফিসার (ইনচার্জ) সুশান্ত কুমার সরকার, ছাওলা ইউপি চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা ছাত্র সমন্বয়ক মাহিম,জামিল, সোহেল, জুয়েল, উল্লাস, মোশারফ, মারিফুল, রিফাত, খলিল, শাদ, রিমন ও সোলাইমান প্রমুখ।
এ সময় তাদের পরিবারের খোঁজ খবর নেন ডিসি। উভয় পরিবারকে খাদ্র্য সামগ্রী তুলে দেন তিনি। বলেন, যেকোন পরিস্থিতিতে সরকারেরর হয়ে শহীদদের পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন।
উল্লেখ্য, গত ২০ জুলাই, আন্দোলন চলাকালে গাজীপুরে গুলিবিদ্ধ হন মঞ্জু মিয়া। চিকিৎসাধীন অবস্থায়, ২০ আগস্ট মারা যান তিনি। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। অন্যদিকে, ৫ আগস্ট, ঢাকায় আদালত চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মামুন। ঢাকায় তার ছোট একটি পোশাক কারখানা ছিল।
/এআই
Leave a reply