শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা, তদন্তে সিআইডি

|

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া এ মামলার আবেদন করেন।

এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

বাদীর আইনজীবী জানান, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেন।

বাদী কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে, তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবি করেন এবং জীবননাশের হুমকি দেন।

এ বিষয়ে ফারজানা ব্রাউনিয়ার অভিযোগ, শাইখ সিরাজ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন। যার ফলে পুষ্টি ও শিক্ষায় পিছিয়ে পরে একটি জনগোষ্ঠী। এ ঘটনায় শাইখ সিরাজ ছাড়াও ৪ আওয়ামী লীগের নেতাকে আসামি করা হয়।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply