বাংলাদেশের হয়ে খেলতে ইংল্যান্ডের অনাপত্তিপত্র পেলেন হামজা

|

বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর পথে আরেক ধাপ এগোলেন লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী। তার জন্য ইংলিশ এফএ এর কাছে অনাপত্তিপত্র চাওয়া হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। এবার সে আহ্বানে সাড়া দিয়ে হামজাকে অনাপত্তিপত্র দিয়েছে এফএ। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমকে বলেন, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা হামজার বিষয়ে ছাড়পত্র পেয়েছি, মানে এনওসি। এখন ফিফার কাছে পাঠিয়েছি। আশা করছি এক মাসের মধ্যে হামজার বিষয়ে সব কিছু পরিষ্কার হবে। কোনও সমস্যা না থাকলে হামজা  শিগগিরই বাংলাদেশের হয়ে খেলতে পারবে।

হামজা বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেছিলেন গত জুন মাসে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট এসে গিয়েছিল মাসখানেকের মধ্যেই। কিন্তু লেস্টার সিটির হয়ে প্রাক্‌–মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে বাংলাদেশি পাসপোর্টটা গ্রহণ করতে পারছিলেন না হামজা। অবশেষে ২৩ আগস্ট হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী। এই মৌসুমে লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগে একটি এবং লিগ কাপে একটি ম্যাচ খেলেছেন হামজা।

প্রসঙ্গত, হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন তিনি। যেহেতু ইংল্যান্ডের যুব  দলে খেলেছেন, তাই অন্য দেশের হয়ে খেলতে হলে দেশটির অনাপত্তিপত্রের প্রয়োজন ছিল তার। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলছেন ২৬ বছর বয়সী হামজা।

সব ঠিক থাকলে আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply