লেবাননে ইসরায়েলি হামলা, গভীর উদ্বেগ প্রকাশ চীনের

|

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ৪৯২ জন নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেইজিংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। খবর, এএফপি’র।

লেবাননে ২০০৬ সালে ধ্বংসাত্মক যুদ্ধের পর ভয়াবহ এই বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন প্রাসঙ্গিক ওই সামরিক কর্মকান্ডে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় গভীর ভাবে মর্মাহত।

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, আমরা এই অঞ্চলের উন্নয়নের প্রতি গভীর মনোযোগ দিই, বিশেষ করে লেবাননে যোগাযোগ সরঞ্জামের সাম্প্রতিক বিস্ফোরণ এবং বেসামরিকদের বিরুদ্ধে নির্বিচারে হামলার তীব্র বিরোধিতা করি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply