রাজধানীতে থেমে থেমে বৃষ্টি: পথে ভোগান্তি, আছে প্রশান্তি

|

রাজধানীতে আজ সকাল থেকেই টানা ও ভারী বৃষ্টিতে কমেছে ভ্যাপসা গরম। আবার বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর। বিভিন্ন এলাকায় দেখা মিলেছে দীর্ঘ যানজটের।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়। যা ভারী থেকে কখনও মাঝারি আবার কখনও হালকাভাবে থেমে থেমে এখনও চলমান রয়েছে।

এমন বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভােগে পড়তে হয় অফিস ও স্কুল-কলেজগামী যাত্রীদের। বাইরে বের হওয়া এসব মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় যানজট। বেলা বাড়ার সাথে প্রগতি স্মরণী, বনানী, সাতরাস্তা, মিরপুর, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ীসহ রাজধানীর বেশিরভাগ এলাকায় তীব্র আকার ধারণ করে যানজট।

এছাড়া বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে পানিও জমে যায়। এর ফলে যানবাহনের গতিও কমে যায় অনেকটা। ফলে নির্দিষ্ট সময়ে অনেকেই পৌঁছাতে পারেননি গন্তব্যে। জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই পড়েছেন ভোগান্তিতে। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা সমস্যা সমাধানের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি সচলের দাবি ভুক্তভোগী নগরবাসীর।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply