এবার সাবমেরিন ডুবির কবলে চীন। এখনও পর্যন্ত সর্বশেষ তৈরি করা নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন সাবমেরিন ডুবে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের।
এ বিষয়ে চীন মুখ না খুললেও ঘটনাটির সত্যতা প্রকাশ করেছে ইউএস প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরুর দিকে ঘটে এই ঘটনা। প্ল্যানেট ল্যাবস নামক স্যাটেলাইটের তোলা কিছু ছবি দেখে এটি নিশ্চিত করেছে ইউএস
মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানায়, ডুবে যাওয়ার তথ্য লুকানোর চেষ্টা করেছিল চীনা নৌবাহিনী। চীনকে বিদ্রুপ করে ইউএস প্রতিরক্ষা খাতের একজন উচ্চপদস্ত কর্মকর্তা বলেন, সাবমেরিন ডুবির ঘটনা চীনের জন্য অত্যন্ত লজ্জাজনক।
উল্লেখ্য, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় নেভি বাহিনী চীনের দখলে। সেইসঙ্গে তাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী একাধিক সাবমেরিন।
/এএম
Leave a reply