বর্ণবাদী আচরণের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ বার্সা সমর্থকরা

|

বরাবরের মতোই লা লিগায় আলো ছড়াচ্ছে বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। তবে সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে ক্লাবটিকে আর্থিক জরিমানা ও এক ম্যাচের জন্য সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা- উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে তাদের বিরুদ্ধে আনা বর্ণবাদী অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উয়েফা জানায়, বর্ণবাদী আচরণের কারণে বার্সেলোনাকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। সঙ্গে উয়েফার একটি অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে।

মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে তারা। গত ১৯ সেপ্টেম্বরের ম্যাচটিতে বার্সেলোনার সমর্থকদের বর্ণবাদী আচরণ করার প্রমাণ পাওয়ার পর শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় উয়েফা।

এর আগেও একই কারণে শাস্তি পেতে হয়েছিল তাদের। গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি সমর্থকদের সঙ্গে বর্ণবাদী আচরণ করে কিউলরা। সেবার স্প্যানিশ ক্লাবটিকে ২৫ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা।

এদিকে, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা শেষবার ইউরোপসেরার মর্যাদা পেয়েছে ৯ বছর আগে। ২০১৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর আর সেই রূপালি ট্রফিটি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তাদের।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগে কাতালানদের পরবর্তী ম্যাচ আগামী ৬ নভেম্বর। রেড স্টার বেলগ্রেডের মাঠে খেলবে তারা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply