সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের বিভাগ ভিত্তিক সাক্ষাৎকার চলছে। আজকে সকালে শুরু হয়েছে বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।
সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় এই সাক্ষাৎকার পর্ব। এরপর আজই সাক্ষাৎকার নেয়া হবে খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের।
গতকাল রাজশাহী ও রংপুর বিভাগের ৫২৬ জনের সাক্ষাৎকার নেন বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা।
এদিকে নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বোর্ড সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত উন্নয়নের পরিকল্পনা থাকছে।
Leave a reply