যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত ৪৩

|

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেলেন’। ঘূর্ণিঝড়টির তাণ্ডবে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৩ জন মারা গেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবারে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলের অন্তত ৩৫ লাখ মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। 

‘ক্যাটাগরি-৪’-এর এই ঘূর্ণিঝড় গত বৃহস্পতিবার রাতে, ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রবেশ করে। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে, কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্য বিপুল পরিমাণ বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

/এআই

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply