টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও ছক্কার নতুন ‘বর্ষ রেকর্ড’ পুরানের

|

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান ও ছক্কার নতুন রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিপার-ব্যাটার নিকোলাস পুরান। এতোদিন এই রেকর্ডটি ছিলো পাকিস্তানি কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। শনিবার (২৮ সেপ্টেম্বর) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বারবাডোস রয়্যালসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে রেকর্ডটি গড়েন পুরান।

২০২১ সালে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন রিজওয়ান। সেবছর প্রায় ৫৬ গড় ও ১৩২.০৩ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৬ রান করেছিলেন তিনি। ৪৮ ম্যাচে সেঞ্চুরি করেন একটি ও ফিফটি ১৮টি। এই রান টপকে যেতে চলতি বছর পুরানকে ১৮ ম্যাচ ও ২০ ইনিংস বেশি খেলতে হয়েছে। ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ব্যাট করে ২ হাজার ৫৯ রান করেছেন ক্যারিবিয়ান এই ব্যাটার। তুলে নিয়েছেন ১৪টি ফিফটি, তবে তিন অঙ্কের দেখা পাননি একবারও।

বছরের বাকি এখনও তিন মাস। এখন পর্যন্ত ১৩৯টি চারের সঙ্গে ১৫২টি ছক্কা মেরেছেন পুরান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে যা সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। তার ধারকাছেও নেই কেউ। ২০১৫ সালে ক্রিস গেইলের মারা ১৩৫ ছক্কা তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে।

উল্লেখ্য, স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে ২ হাজার রানের মাইলফলক পার হতে পেরেছেন কেবলমাত্র পুরান ও রিজওয়ানই।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply