গল টেস্টে দাপট দেখাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লঙ্কানদের করা ৬০২ রানের জবাবে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বল হাতে ৬ উইকেট নিয়ে একাই কিউই ব্যাটিং লাইন ধসিয়ে দেন স্পিনার প্রভাত জয়সুরিয়া। ৩ উইকেট তুলে নেন নিশান পেরিস। এতে প্রথম ইনিংসে ৫১৪ রানের লিড পায় শ্রীলঙ্কা।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কিউইরা তুলতে পেরেছে ৫ উইকেটে ১৯৯ রান। তাই ইনিংস ট্রায়ালে সফরকারীদের এখনও প্রয়োজন ৩১৫ রান। দ্বিতীয় ইনিংসে আবারও চিরচেনা রূপে পেরিস-জয়সুরিয়া। ৩ উইকেট নিয়েছেন পেরিস। জয়সুরিয়া ও ধনঞ্জয়া নিয়েছেন ১টি করে উইকেট।
কিউইদের পক্ষে সর্বোচ্চ ৬১ রান তুলেছেন ব্যাটার ডেভন কনওয়ে। চান্ডিমালের বলে ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। এছাড়া কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৪৬ রান। দিনশেষে ক্রিজে আছেন টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস।
উল্লেখ্য, দুই ম্যাচের সিরিজে ইতোমধ্যে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এই ম্যাচেও ইনিংস ব্যবধানে হারের শঙ্কা সফরকারীদের।
/এমএইচআর
Leave a reply