চমক রেখে বাংলাদেশ সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ভারতের

|

দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীনই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ের পর রোহিত শর্মা, ভিরাট কোহলি, জাদেজারা বিদায় নেয়ার পর একটা মাত্র সিরিজই খেলেছে ভারত। লঙ্কানদের বিপক্ষে সেই সিরিজও জেতে মেন ইন ব্লু’রা। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজেও দলের অধিনায়ক ছিলেন সুরিয়াকুমার। এখনও পাকাপাকিভাবে অধিনায়কত্ব না পেলেও টাইগারদের বিপক্ষে তিনিই নেতৃত্ব দেবেন দলকে।

দলে ফিরেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন মায়াঙ্ক যাদব। দলে জায়গা ধরে রেখেছেন রিয়ান পরাগ, হার্শিত রানা, নিতিশ রেড্ডির মতো আইপিএলে ভালো করা পারফর্মাররা। তবে, দলে রাখা হয়নি শুভমান গিল ও মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের মতো তারকাদের।

ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড: সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুভে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হার্শিত রানা ও মায়াঙ্ক যাদব।

উল্লেখ্য, গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এরপর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply