এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে পল্টনে ক্র্যাবের ক্রীড়া উৎসবে যোগ দিয়ে এ কথা জানান তিনি। বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের সংখ্যা খুবই নগণ্য। ডিএমপির বেশিরভাগ থানায় এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। অল্প কিছু থানার সংস্কার কাজ চলমান সেটাও খুব দ্রুতই শেষ হয়ে যাবে।
কমিশনার আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্পে চালানো অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে অপরাধীও।
/এটিএম
Leave a reply