ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে ‘ওয়ানটাইম বা একবার ব্যবহৃত প্লাস্টিক’ মুক্ত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে আগারগাওয়ের পরিবেশ অধিদফতরের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। ধীরে ধীরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকান-মালিক সমিতির প্রতিনিধিরাও। তারা অনুরোধ করেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কেউ না মানলে শুরুতেই যেনো কঠিন পদক্ষেপ না নেয়া হয়। ক্রেতা-বিক্রেতা উভয়কে মোটিভেট করার কথাও বলেন তিনি।
উল্লেখ্য, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা হচ্ছে অধিদফতরে। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
/এমএইচ
Leave a reply