গোপালগঞ্জে নির্বাচনী ব্যানার, ফেস্‌টুন ও বিলবোর্ড অপসারণ

|

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী গোপালগঞ্জ জেলার সকল নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করা হয়েছে।

১৮ নভেম্বর বিকেলের মধ্যেই জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ গোপালগঞ্জের তিনটি নির্বাচনী এলাকার সকল নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করেন।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার সাংবাদিকদেরকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচনী আচরন বিধিমালা অনুযায়ী জেলার সকল নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করেছি। অনেক স্থানে স্থানীয় নেতৃবৃন্দ আইনের প্রতি সম্মান দেখিয়ে নিজেরাই অপসারণ করেছে। এরপরও যদি কোথাও ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দেখা যায় তাহলে সে গুলোও খুলে ফেলা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply