কুষ্টিয়ায় দরবার শরিফে ভাঙচুর অগ্নিসংযোগ

|

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নের রশিদিয়া দরবার শরীফে হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুরের পর সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম হামলার সত্যতা নিশ্চিত করেছেন। হামলার সময় ওই দরবার শরিফে বাৎসরিক ওরস মাহফিল চলছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, চরসাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের পর ১৫-২০ জন নানা বয়সী মানুষ একত্রিত হন। দরবার শরিফে মাদক সেবন ও গান বাজনা হয় এমন দাবি করেন তারা। লাঠি সোঁটা নিয়ে শরিফ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়।

দরবার শরিফের পরিচালক জিল্লুর রহমানের ছেলে রাসেল বলেন, প্রায় ১৫ বছর আগে এই খানকা শরিফ প্রতিষ্ঠা হয়েছে। দেখাশোনার দায়িত্বে আমার বাবা রয়েছেন। গ্রামের অনেকেই একত্র হয়ে এই খানকা শরিফে দোয়া মাহফিল ও গান বাজনার আয়োজন করে। তাছাড়া প্রতিবছর ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো আজও ওরস চলেছিল।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ঘটনাটি দুর্গম এলাকায় হওয়ায় যাওয়া সম্ভব হয়নি তবে অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply