সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

|

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান (ম খা) আলমগীর এবং তার স্ত্রী ও সন্তানের সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ বিষয়ে এক চিঠিতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে ব্যাংক খাতের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, মহীউদ্দীন খান আলমগীর বহুল আলোচিত ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক এই গোয়েন্দা বিভাগ থেকে সম্প্রতি চিঠি দিয়ে এই তিন জনের নামে কোনো অ্যাকাউন্ট পরিচালিত হয়ে থাকলে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০২১ অনুযায়ী, ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেয়া হয়েছে। 

একইসঙ্গে চিঠিতে বলা হয়, সন্দেহজনক ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে তার হিসাব খোলার শুরু থেকে এ পর্যন্ত তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে।

/এএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply