আলবেনিয়ায় ডেমোক্রেট দলের এমপি আরভিন স্যালিয়ানজিকে গ্রেফতারের প্রতিবাদে সংসদকক্ষের আসনে আগুন ধরিয়ে দিয়েছে বিরোধী দলের সদস্যরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আলবেনিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতমি জাফাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়ায় আরভিনকে এক বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত। এ ঘটনার প্রতিবাদে সোমবার (৩০ সেপ্টেম্বর) অধিবেশন চলাকালে সংসদকক্ষ থেকে আসন তুলে নিয়ে বাইরেই তা জড়ো করে আগুন ধরিয়ে দেয় ডেমোক্রেট পার্টির সদস্যরা।
আলবেনিয়ার সবচেয়ে বড় সাম্যবাদী দল হিসেবে পরিচিত এ পার্টির বিভিন্ন সদস্যদের ওপরও রয়েছে নানা অভিযোগ। সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে এ দল থেকে নির্বাচিত হওয়া সাবেক প্রধানমন্ত্রী সালি বোরিশার ওপরও। এ অভিযোগকে বিরোধী দলীয় ষড়যন্ত্র হিসেবে মন্তব্য করেছেন তিনি।
/এএম
Leave a reply