চীনে সুপারমার্কেটে ছুরি হামলায় নিহত ৩, আহত ১৫

|

চীনের সাংহাইয়ে একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবারের (৩০ সেপ্টেম্বর) এই হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) এক বিবৃতিতে চীনের সংজিয়াং ডিস্ট্রিক্টের পুলিশ এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি, ডয়চে ভেলের।

জানা যায়, স্থানীয় সময় সোমবার রাতে এই ছুরি হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি ছুরি নিয়ে সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়েন। তিনি লোকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

পুলিশ এক বিবৃতিতে জানায়, সোমবার রাতে ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী লিনকে (৩৭) সুপারমার্কেট থেকে গ্রেফতার করা হয়। ‘ব্যক্তিগত আর্থিক বিরোধের’ কারণে হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির সপ্তাহব্যাপী ‘গোল্ডেন হলিডে’ ছুটি শুরু হওয়ার ঠিক আগে এমন ঘটনা ঘটলো। অবশ্য চলতি বছর চীনের বড় শহরগুলোতে এমন বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছিল।

এর আগে, ২০২২ সালে এক ব্যক্তি সাংহাইয়ের একটি হাসপাতালে ছুরি নিয়ে হামলা চালালে ১৫ জন আহত হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply