ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা

|

ছবি: এএফপি

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে ইরান। দেড়শতাধিক মত ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে বলেও জানিয়েছে দেশটি। ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বাজতে দেখা গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিদের দিগ্বিদিক ছুটতে দেখা গেছে। খবর সিএনএন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে কয়েকডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে ইরান। গাজা ও লেবাননের জনগণ, হামাস ও হিজবুল্লাহ কমান্ডারদের গণহত্যার প্রতিক্রিয়া হিসাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।

এর আগে, দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানায়, ইরানের হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে।

টেলিভিশনে দেয়া ভিডিও বার্তায় হ্যাগারি বলেন, ইরানের হামলা মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। এ সময় তেহরানের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ইরানের হামলা মোকাবেলায় সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে, হামলার শঙ্কায় ইসরায়েলে কর্মরত মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply