রোহিঙ্গা ইস্যুতে ফের বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

|

Former U.N. Secretary-General and chairman of Rakhine State Advisory Commission Kofi Annan, third from right, and commission members liaten question from a journalist during a press briefing at a hotel Thursday, Sept. 8, 2016, in Yangon, Myanmar. (AP Photo/Thein Zaw)

মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে আবারও অনানুষ্ঠানিক বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আজ সংস্থাটির সাবেক মহাসচিব কফি আনানের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এসময় রোহিঙ্গা জাতিগোষ্ঠির ওপর চলা নিপীড়নের পুরো চিত্র তুলে ধরবেন কফি আনান। বৈঠকে নিরাপত্তা পরিষদের সকল সদস্য ছাড়াও বিভিন্ন দেশের আঞ্চলিক এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এদিকে জাতিসংঘের শীর্ষ রাজনীতি বিষয়ক কর্মকর্তা জেফরি ফেল্টম্যান রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আলোচনায় আজ মিয়ানমার যাচ্ছেন। চার দিনের সফরে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি। পাশাপাশি রাখাইন রাজ্যেও যাওয়ার কথা রয়েছে তার।

অন্যদিকে তীব্র সমালোচনার মুখে মিয়ানমারে দায়িত্বরত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনাটা লক-ডেসালিয়েনকে নিউইয়র্কে ফিরিয়ে নেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply