কানপুরে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়ে ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়েছেন ইয়াশাসভি জয়সওয়াল। এদিকে, ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে বাংলাদেশ হারলেও টাইগার দলের একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক সৌরভ। আর এই সেঞ্চুরির সুবাদে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে ১৬ ধাপ এগিয়ে ৪২তম পজিশনে উঠে এসেছেন মুমিনুল।
বুধবার (২ অক্টোবর) ছেলেদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানদের তালিকায় ৮৯৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা জো রুট।
কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৫১ বলে ৭২ রানের পর দ্বিতীয়বার ৪৩ বলে ৫১ রান করেন জয়সওয়াল। এর সৌজন্যে ক্যারিয়ার সেরা ৭৯২ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠলেন বাঁহাতি ওপেনার। এটিই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
এদিকে সেরা দশে ফিরেছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রথম ইনিংসে ৪৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে ৬ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। এদিকে, গলে ক্যারিয়ার সেরা ১৮২ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন লংকান তারকা কামিন্দু মেন্ডিস। তার রেটিং এখন ৭১৬ পয়েন্ট। একই ম্যাচে সেঞ্চুরি করে দিনেশ চান্দিমাল ৬ ধাপ এগিয়ে উঠেছেন ২০ নম্বরে।
/আরআইএম
Leave a reply