গাজীপুরে বাসচাপায় যুবক নিহত, ৩ বাসে আগুন

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

গাজীপুর মহানগরের বাসন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে তিনটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল রায় জানান, বুধবার রাতে বলাকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। পথমধ্যে বাসটি বাসন সড়ক এলাকায় পৌঁছামাত্রই এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, পুলিশ আসার আগেই সম্ভবত স্থানীয়রা নিহতের মরদেহ দিয়ে গেছে। ঘটনাস্থলে কোনো মরদেহ পাওয়া যায়নি। মরদেহ কোথায় নিয়ে গেছে তা কেউ বলতে পারছে না।

এদিকে নিহতের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বলাকা পরিবহনের বাস চাপায় একজন শ্রমিক নিহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply