মিসাইল হামলার প্রতিশোধ নিলে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২ অক্টোবর) কাতারের দোহায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, তার দেশ যুদ্ধ চায় না। তবে ইসরায়েলে হামলা চালানো ছাড়া আর কোনো উপায় ছিলো না বলেও দাবি করেন মধ্যমপন্থি এই নেতা।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হলে নিশ্চিত হবে মুসলিমদের নিরাপত্তা। আমরা কোন যুদ্ধ কিংবা রক্তপাত চাই না। যুদ্ধের মধ্যে কোন জাতি বা অঞ্চল উন্নতি করতে পারে না। তবে, আমাদের কাছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো বিকল্প ছিলো না। ইসরায়েল যদি প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয় তবে পাল্টা জবাব হবে আরও কঠোর।
/এমএইচ
Leave a reply