তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে টাইফুন ‘ক্র্যাথন’। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে টাইফুনটি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানে বন্দর শহর কাওসিউংয়ে ঝড়টি আছড়ে পড়ার সময় বাতাসে এটির গতিবেগ ছিল ২২০ কিলোমিটারের বেশি। প্রচণ্ড ঝড়োহাওয়া ও জলোচ্ছ্বাসের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা পাঠানো হয়েছে।
ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে দ্বীপটির পূর্বাঞ্চলে প্রায় ১ লাখ ৭৮ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাত্রা বাতিল হয়েছে কয়েকশ’ ফ্লাইটের।
/এআই
Leave a reply