স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
দেশের ৪৫ থেকে ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের জায়গা পোশাক খাত। স্বৈরাচারের দোসররা রফতানিমুখী এই খাতকে ধ্বংস করে দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুর বলেন, শিল্পনগরী গাজীপুর, আশুলিয়া, সাভারসহ বিভিন্ন এলাকা অস্থির হয়ে উঠছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আগেও লড়াই করেছি এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণধিকার পরিষদের লড়াই অব্যাহত থাকবে। ন্যূনতম মজুরি কিংবা জিনিসপত্রের দাম না কমা পর্যন্ত গণধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ লড়াই করে যাবে।
তিনি বলেন, দেশের ৪৫ থেকে ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের জায়গা এই গার্মেন্টস সেক্টর। স্বৈরাচারের দোসররা রফতানিমুখী এই খাতকে ধ্বংস করে দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করার পায়তারা করছে। তথ্য পেয়েছি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে এই কাজের জন্য। তাই শ্রমিক ভাই-বোনদের প্রতি অনুরোধ থাকবে কারও উস্কানিতে পা দিয়ে নিজেদের কর্মস্থলে বিশৃঙ্খলা করবেন না। কোনো ধরনের আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করবেন না।
শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষ চিকিৎসা পায় না। ঢাকা মেডিকেলের বারান্দায় ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। পিজিতে একটি সিট পাওয়া যায় না, বেসরকারি হাসপাতালে সবাই চিকিৎসা নিতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলবো আপনারা রাষ্ট্রকে পুনর্গঠনের যে সুযোগ পেয়েছেন দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একসঙ্গে রাষ্ট্র পুনর্গঠন করুন।
/এনকে
Leave a reply