নাটকের সংলাপ নকল করে জাতিসংঘে ভাষণ অভিযোগ আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে

|

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার সময় প্লেজিয়ারিজমের আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের বিরুদ্ধে। শুক্রবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম বৈঠকে যে ভাষণ দিয়েছিলেন, সেটির একাংশ ‘ওয়েস্ট উইং’ নামক একটি নাটক থেকে ধার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

মূলত, ‘ওয়েস্ট উইং’ নামক ধারাবাহিকটি একটি রাজনৈতিক ঘরানার নাটক। সেই নাটকের প্রেসিডেন্টের চরিত্রের সংলাপ থেকে ধার করেছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, জোশিয়াহ ‘জেড’ বার্টলেটের সংলাপ থেকে প্রতিটি শব্দ, এমনকি প্রতিটি ‘মনোলগ’ বা দীর্ঘ বক্তৃতা নকল করেছেন। 

/এআই

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply