এখনও সবাই প্রাথমিক শিক্ষার সুযোগ পায় না: শিক্ষা উপদেষ্টা

|

প্রাথমিক শিক্ষা সার্বজনীন হলেও সবাই এখনও এটি গ্রহণ করার সুযোগ পায় না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইনিস্টিটিউটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, সমাজের সর্বস্তরের সবার শিক্ষালাভের অধিকার রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি সিজেডএম যাকাত তহবিল শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের সুযোগ করে দিচ্ছে। সরকারি অর্থের অপচয় হলেও সিজেডএম’র অর্থ অপব্যয় হয় না। এই প্রতিষ্ঠানের টাকা শিক্ষায় ব্যবহার করা হলে এই খাতে বৈষম্য থাকবে না।

এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৬ জন শিক্ষার্থী স্কলারশিপ দেয়া হয়। এছাড়া ১৫ জন বিশেষ চাহিদাসম্পন্নকে ল্যাপটপ দেয়া হয়। প্রসঙ্গত, আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদও সিজেডএম’র সুবিধাভোগী ছিলেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply