একে তো বিশ্ব চ্যাম্পিয়ন। তার ওপর ঘরের মাঠে। নিজেদের মাঠে ভারত কতটা ভয়ংকর সেটা পরিসংখ্যানই বলে দেয়। ঘরের মাঠে টিম ইন্ডিয়া শেষ সিরিজ হেরেছিল ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর আরও ১৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। যার ১৩ টিতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। বাকি দুটি ড্র।
সেই অজেয় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। দুই র্যাঙ্কিং ও মাঠের পারফরম্যান্সে দু’দলের পার্থক্যও বেশ। তাই প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি পারবে অজেয় ভারতেরে বিপক্ষে সিরিজ জিততে? নাকি সান্ত্বনার জয় হলেও পাবেন।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ড্র করেছিল ভারত। এর পরের গল্পটা শুধুই বিজয়ের। টানা ১৩টি সিরিজ জিতলেও মাঝখানে ছন্দপতন হয় দলটির। ২০২২ সালে তাদের সিরিজ জয়ের পথে কাটা হয়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। এর আগে, বাংলাদেশ সিরিজসহ টানা সাতটি সিরিজ জিতেছিল ভারতীয়রা। প্রোটিয়াদের বিপক্ষে ড্রয়ের পর আবারও ইতিহাস গড়ে দলটি। দেশের মাটিতে বিজয় কেতন উড়ায় টানা ছয়টি সিরিজে।
ঘরের মাঠে ভারত টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ২৬ বার। যেখানে ১৮ বার সিরিজ জয়ের বিপরীতে হারের স্বাদ পেয়েছে মাত্র দুটিতে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা ও ২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছে।
অন্যদিকে দেশের বাইরে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ খেলার গ্রাফটা খুবই করুণ। ১৭ সিরিজে টাইগাররা জিতেছে মাত্র চারটিতে। চারটিতে ড্র করলেও পরাজয়ের পাল্লাটাই যে ভারি লাল সবুজ প্রতিনিধিদের। নয়টি টি-টোয়েন্টি সিরিজে পেয়েছে হারের লজ্জা। সবশেষ হারটি ছিল খুবই শোচনীয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে অসহায় আত্মসমর্পন শান্তদের। যার ফলে সমালোচনার তীর ধেয়ে আসে তাদের দিকে। প্রশ্ন উঠেছিল টাইগারদের সামর্থ্য নিয়েও।
এবার সেই অজেয় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে শান্তর দল। ঘরের মাঠে ২০১৯ সালে দিল্লি জয় করলেও সিরিজ হারে লাল সবুজ প্রতিনিধিরা। এবার বদলাবে কি সেই ইতিহাস?
Leave a reply