ইরানে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর

|

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (৫ অক্টোবর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

ভাষণে নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরাইলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না।  

নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের শুধু আত্মরক্ষার অধিকার নয়, এর দায়িত্বও রয়েছে। আমরা তাদের (ইরানের) হামলার জবাব দেব। ইসরাইলে অস্ত্র পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আহ্বানের ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের-ও সমালোচনা করেছেন নেতানিয়াহু।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ম্যাকরন এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখই ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছেন। যা ইসরাইলের জন্য ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছে ইসরাইল। নেতানিয়াহু বলেছেন, কারো সমর্থন থাকুক বা না থাকুক ইসরাইল বিজয় পাবেই। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply