নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

|

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের হাইভোল্টেজ ম্যাছে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান জয় পেলও কিউইদের বিপক্ষে হেরে গেছে ভারত।

শেষ চারে ওঠার সম্ভাবনা বাঁচিতে রাখতে জয়ের বিকল্প নেই হারমানপ্রীতের দলের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই বিপর্যয় দেখেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় তারা।

অপরদিকে, ৩১ রানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে আত্মবিশ্বাসে অনেকটাই এগিয়ে পাক শিবির। পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান দুই নম্বরে থাকলেও তলানিতে রয়েছে ভারত।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply