নোবেল পুরস্কার-২০২৪: কবে কোন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা

|

ফাইল ছবি

কারা এবার নোবেল পুরস্কার জিতবেন তা জানার অপেক্ষার অবসান হচ্ছে। আগামীকাল সোমবার (৭ অক্টোবর) থেকে ঘোষণা করা হবে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। যেটি আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে।

কবে কোন দিন কোন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে সেটিও জানিয়ে দিয়েছে নোবেল কমিটি। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নিচে দেয়া হলো পুরস্কার ঘোষণান দিনক্ষণ:

৭ অক্টোবর: এদিন ঘোষণা হবে ফিজিওলোজি বা মেডিসিন ক্যাটাগরির পুরস্কার।

৮ অক্টোবর: পদার্থবিদ্যায় বিজয়ীর নাম ঘোষণা হবে।

৯ অক্টোবর: রসায়ন ক্যাটাগরির বিজয়ীর নাম জানা যাবে। পুরস্কারটি ঘোষণা করা হবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে।

১০ অক্টোবর: এদিন ঘোষণা করা সাহিত্য ক্যাটাগরির পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনীতের নাম।

১১ অক্টোবর: নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে।

১৪ অক্টোবর: ছয় নম্বর এবং সবশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply