নারায়ণগঞ্জ কালির বাজারে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

|

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের কালীরবাজার এলাকায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

রোববার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাজারের মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের লেলিহান শিখা দেখে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, রাতে কালীরবাজারের দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, কালির বাজার নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এর একদিকে ওষুধের দোকান, কাপড়ের দোকান, অন্যদিকে খাদ্যসামগ্রীর পাইকারি দোকান আছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply