চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে শাহাদাত নামে এক যুবককে বেঁধে গানের তালে তালে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার সাগর ও শান্তকে হত্যাকাণ্ডের মূলহোতা বলছেন কর্মকর্তারা। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় নগরীর দামপাড়া থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়।
তদন্তে বেরিয়ে এসেছে সাগর ও শান্তের সংশ্লিষ্টতার প্রমাণ। প্রথমে ভুক্তভোগী শাহাদাত হোসেনকে ফোন করে ডেকে নেয় সাগর। এরপর স্টিলের পাইপের সাথে বাঁধে শান্ত। পরে নিহত শাহাদাত হোসেনের স্ত্রীকে ফোন করে মুক্তিপণ চায় সাগর।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী বলেন, নিহতের স্ত্রীর অভিযোগ, আসামি সাগরই ভুক্তভোগীকে ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তী্তে মুক্তিপণ দাবি করে। এছাড়া তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা জেনেছি সেদিন আসামি শান্ত ঘটনাস্থলেই উপস্থিত ছিল।
গত ১৩ আগস্ট ‘চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ’ নামে একটি ফেইসবুক গ্রুপ থেকে পোস্ট দিয়ে নির্যাতন চালানো হয় শাহাদাত হোসেনের ওপর। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন গ্রেফতার হলেও পলাতক রয়েছে অন্য আসামিরা।
/এটিএম
Leave a reply