সিঙ্গাপুরে পার্কিং ওয়ার্ডেনকে ১০ ডলার ঘুষের প্রস্তাব দিতে গিয়ে ফেঁসে গেছেন এক চীনা নাগরিক। এই প্রস্তাবের কারণে তাকে তিন সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ৪৬ বছর বয়সী ওই চীনা নাগরিকের নাম গুয়ো চুয়ানকুই। গত ৪ অক্টোবর, তাকে তিন সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর লি দা ঝুয়ান বলেন, গুয়ো ২০২৩ সালের ৪ এপ্রিল চালক হিসেবে কাজ করতেন। তখন একটি নির্মাণ সাইটের কাছে রাস্তায় অবৈধভাবে তার কোম্পানির গাড়ি পার্ক করেন। সে সময় সার্টিস সিসকো প্রোটেকশন সার্ভিসে কর্মরত ভিকনেশ্বরন কুমারন নামে পার্কিং ওয়ার্ডেন গাড়িটি দেখতে পান এবং আইন ভঙ্গের দায়ে জরিমানার নোটিশ দেন।
কিছুক্ষণ পর গুয়ো ফিরে এসে দেখেন কুমারন তার গাড়িতে ৭০ ডলার জরিমানার নোটিশ দিচ্ছেন। গুয়ো তখন জরিমানা কমানোর কথা বলেন।
এ সময় অভিযুক্ত গুয়ো তার মানিব্যাগ থেকে ১০ ডলারের নোট বের করে ভিকনেসকে চা খাওয়ার প্রস্তাব দেয়, যা তিনি প্রত্যাখ্যান করেন এবং পুলিশকে অবগত করেন। পরে গুয়ো গত বছরের শেষ দিকে আদালতে অভিযুক্ত প্রমাণিত হয়।
/এআই
Leave a reply