ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নারী পুলিশসহ নিহত ২, আহত ১০

|

নিহত নারী পুলিশ সদস্য শিরা ছায়া সুসলিক। ছবি: বিবিসি নিউজ।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বের্শেবাতে বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ মহিলা নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার, শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে সন্দেহজনক সন্ত্রাসী হামলা হিসাবে অভিহিত করেছে পুলিশ। তবে ঘটনাস্থলেই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

এ হামলার পর দক্ষিণ জেলার বিপুলসংখ্যক পুলিশকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বন্দুকধারীর গুলিতে নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা ছায়া সুসলিক। ১৯ বছর বয়সী সুসলিক ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন।

চিকিৎসকরা আহতদের মধ্যে জন্য দশজনকে চিকিৎসা প্রদান করেছেন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অন্য চারজনের অবস্থা মোটামুটি বলে জানানো হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply