হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। মাঠে ফিরতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ডের।
দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে গত রোববার লিগ ম্যাচের ষষ্ঠ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তোরেস। রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা।
এক বিবৃতিতে তোরেসের চোটের কথা জানায় বার্সেলোনা। তবে কবে নাগাদ ফিরতে পারবেন তিনি, সেটা সম্পর্কে কিছুই বলা হয়নি। যদিও স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৬ থেকে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ২৪ বছর বয়সী তরেসকে।
চোটের জন্য আপাতত মাঠের বাইরে আছেন দানি ওলমো, গাভি, ফের্মিন লোপেস, আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন, রোনাল্দ আরাউহো ও গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১০টি ম্যাচে খেলা তরেসকে জাতীয় দলের আসছে দুই ম্যাচে না পাওয়ার কথা নিশ্চিত করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। নেশন্স লিগে আগামী শনিবার ডেনমার্ক ও মঙ্গলবার সার্বিয়ার মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
/আরআইএম
Leave a reply