অন্তর্বর্তী সরকার কঠিন সময়ের মধ্যে কাজ করছে: ড. মঈন খান

|

ফাইল ছবি।

স্বৈরাচারের পতনের কারণে সবাই নিজ নিজ মতামত প্রকাশ করতে পারছে। বিপ্লবী সরকারের দায়িত্ব পালন সহজ নয়। তারা কঠিন সময়ের মধ্যে কাজ করে যাচ্ছে। এমন মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনগণের প্রত্যাশা: অন্তর্বর্তী সরকারের দুই মাস শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার কিভাবে কাজ করবে তার কোনো দিক নিদের্শনা নেই। তারা জনগণের চাওয়া অনুযায়ী কাজ করবে। জনগন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে মেন্ডেট দিয়েছে। যা শুধুমাত্র সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমেই সম্ভব। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুপারিশ নিয়ে সরকার কাজ করতে পারে। এ সময় অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যুগান্তকারী কোন বার্তা দিতে পেরেছে কি না-এমন প্রশ্নও রাখেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দেশে আদিকাল থেকেই দুর্গাপূজা হয়ে আসছে। এদেশের মুসলিমরা কখনোই মৌলবাদী ছিল না। পশ্চিমাদের সমর্থনের জন্য বাংলাদেশকে মৌলবাদী বলে প্রচার করার ষড়যন্ত্র হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply