পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিষধর সাপের কামড়ে মন্দিরা রানী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী ধামপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
শিশু মন্দিরা রানী মোলানী ধামপাড়া গ্রামের প্রসন্ন কুমার রায়ের মেয়ে এবং মোলানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নজিবুল ইসলাম জানান, সোমবার রাতে শিশুটি ঘরের বিছানায় শুয়ে ছিল। ওই সময় তার বাম হাতের আঙ্গুলে একটি বিষধর সাপ কামড় দিলে সে চিৎকার করে। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসে। এসময় সাপটিকে ধরে মেরে ফেলা হয়।
তাৎক্ষণিকভাবে তারা শিশুটির হাতের ওপরে কাপড় দিয়ে বেঁধে স্থানীয় ওঝার শরণাপন্ন হয়। অবস্থা আরও গুরুতর হলে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশুটির মৃত্যু হয়।
আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, সুরতহাল শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি সৎকার করাও হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
/এএম
Leave a reply