মুক্তিযোদ্ধারা দীর্ঘদিন অবহেলিত ছিলেন, তাদের সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধের সময় সশস্ত্রবাহিনীর বীর সদস্যদের গৌরব স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা বা প্রধানমন্ত্রীর পদ গুরুত্বপূর্ণ নয়, মানুষের কল্যাণে কাজ করে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। দশ বছরে উন্নতির ফলে বাংলাদেশকে আর কেউ নিচু চোখে দেখতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস রোধে কাজ করছে বর্তমান সরকার বলে জানান শেখ হাসিনা।
Leave a reply