এবি পার্টির নতুন আহ্বায়ক আব্দুল ওহাব

|

মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাবকে নতুন আহ্বায়ক নির্বাচিত করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। 
 
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এবি পার্টির জরুরি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের (এনইসি) এক সভায় দলটির নতুন আহ্বায়ক নির্বাচিত করা হয়। এতদিন তিনি দলটির যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। আব্দুল ওহাব একটি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপক।

ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার সন্ধ্যায় এবি পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন এ এফ এম সোলায়মান চৌধুরী। এর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন।

এর আগে, দলটির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম পদত্যাগ করেন। যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।

২০২০ সালের ২ মে এবি পার্টির আত্মপ্রকাশ হয়। এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক এবং মুজিবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করা হয়।

/এএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply