ডিএমপিতে ক্ষতি ৯ কোটি, ১০ থানা পেলো নতুন গাড়ি

|

থানার সক্ষমতা বাড়াতে ও পুলিশের পেট্রোলিং কার্যক্রম জোরদার করতে রাজধানীর দশটি থানায় নতুন গাড়ি দেয়া হয়েছে। এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার হাসান মোঃ শওকত আলী জানান, আন্দোলন ও অভ্যুত্থানে ডিএমপিতে নয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস থেকে প্রাধান্য বিচারে দশ থানাকে ১০টি গাড়ি হস্তান্তর করা হয়।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার লজিস্টিকস হাসান মো. শওকত আলী জানান, অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর থানাগুলোর ১৮২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৫৭টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ অবস্থায় কাজের গতিশীলতা বাড়াতে রাজধানীর সবগুলোকে থানাকে নিজস্ব নতুন গাড়ি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১০টি গাড়ি দেয়া হলেও পর্যায়ক্রমে সব থানায় একটি করে নতুন গাড়ি হস্তান্তর করা হবে। থানায় হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোঃ শওকত আলী।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply