Site icon Jamuna Television

কালিয়াকৈরে ব্যবসায়ী খুন, কর্মচারী পলাতক

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মোঃ. ছাদেক নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। আজ সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে তার এক কর্মচারী পলাতক রয়েছে।

নিহত হলেন, নাটোরের লালপুর থানার গধুয়া এলাকার কদ্দুস শেখের ছেলে ছাদেক হোসেন (৩৮)।

পুলিশ জানায়, মো. ছাদেক কয়েক বছর পূর্বে উপজেলার সফিপুর এলাকার হুসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছে। পরে সফিপুর বাজার এলাকায় রশিদ নুরজাহান প্লাজা ভাড়া নিয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ দিয়ে ব্যবসা শুরু করে। প্রতিদিনের মত মঙ্গলবার ওই ব্যবসা প্রতিষ্ঠান যান তিনি ওইদিন রাত ১০টার দিকে তার ব্যবসা-প্রতিষ্ঠানের ভিতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাজার পাহাড়াদার ও এলাকাবাসী। এ অবস্থায় উদ্ধার করে স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বুধবার সকাল ৮টার দিকে ওই হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের কর্মচারী নাজমুল হোসেন পলাতক রয়েছে।

Exit mobile version