নিত্যপণ্যের দাম কমতে আরও সময় লাগবে: অর্থ উপদেষ্টা

|

মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ ভাগ কমেছে। তবে নিত্যপণ্যের দাম কমতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, পণ্যের ঘাটতি হবে না। এরই মধ্যে কিছু পণ্যের শুল্ক কমানো হয়েছে। সাধারণ মানুষকে অধৈর্য না হতে আহ্বান জানান তিনি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, মূল্যস্ফীতি যেমন একদিনে বাড়েনি, তেমনি কমতেও সময় লাগবে। গত সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে, যা আগস্টে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। চিনির ওপর শুল্ক কমানো হচ্ছে বলেও এ সময় জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply