আবারও ৫ দিনের রিমান্ডে আ. লীগ নেতা ডাবলু, আদালতে চত্বরে ডিম নিক্ষেপ

|

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ডাবলু সরকারকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেয়া হয়। এ সময় কিছু যুবক আদালত চত্বরে তাকে উদ্দেশ্য করে ডিম, ইট ও কাঁদা নিক্ষেপ করে।

এ দিন বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকাল ৫টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়।

এর আগে, গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। সেদিন আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে আবারও রিমান্ড চাওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে রিমান্ডে নেয়া হয়েছে। আগের বারও একই মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়। তার বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply